শনিবার ২৫ মার্চ, ২০২৩ | ১১ চৈত্র, ১৪২৯

কাতারে বাংলাদেশ ফোরামের আইনি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

কাতার সংবাদদাতা: | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

কাতারে বাংলাদেশ ফোরামের আইনি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি কাতারের ব্যবসা ও বাণিজ্য আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফোরাম কাতার।

কাতারের রাজধানী দোহায় শেরাটন হোটেলে প্রবাসী বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফোরাম কাতার।


একই সঙ্গে কাতারে সাম্প্রতিক সময়ে কার্যকর হওয়া ট্যাক্স আইনের ব্যাপারে সবাইকে সচেতন ও যত্নশীল হওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীদের এই সংগঠন। এতে সোশ্যাল মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণমূলক উপস্থাপনা তুলে ধরেন আব্দুল্লাহ মুরাদ।

কাতারের বাণিজ্য আইন সম্পর্কে উপস্থাপনা করেন ব্যরিস্টার শেহজাদুল হক। এছাড়া কাতারের ট্যাক্স আইন সম্পর্কে উপস্থাপনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. আলমগীর।


বাংলাদেশ ফোরাম কাতারের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইফতেখার আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহেদ আহমদ, সাকিব আহমদ, আজিজ খান, ইরফান আহমদ, হোসাইন মুহাম্মদ আব্দুল্লাহ মুরাদ প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠানে আগত কাতারের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।#


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত