স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
সম্প্রতি কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সুমন আহমদের পরিবারকে অনুদান প্রদান করলো কাতারস্থ প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া এসোসিয়েশন কাতার’।
(১৫ মার্চ) বুধবার বেলা ১২টায় উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়।
আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় কর্মধা ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও কুলাউড়া এসোসিয়েশন কাতারের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী,চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া এসোসিয়েশন কাতারের উপদেষ্ঠাম-লীর সদস্য আলহাজ্ব মো. তবুর মিয়া, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়েদ আহমদ সাদ ও সমাজসেবক হাজী মারুফ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল মুনিম চৌধুরী, জাহের আলম চৌধুরী, মো. বাদশা মিয়া, সাংবাদিক এস আলম সুমন, আলাউদ্দিন কবির, জসীম চৌধুরী ও এম শাহবান রশীদ চৌধুরী, ব্যবসায়ী জামাল আহমদ, মো. আব্দুল হাকিম, শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ‘কুলাউড়া এসোসিয়েশন কাতার’ এর নেতৃবৃন্দরা প্রবাসী ও এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে কাতারে নিহত কর্মধার নলডরী গ্রামের সুমন আহমদের পিতা মো. মখলিছ মিয়ার হাতে সংগঠনের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দসহ সংগঠনের সভাপতি মতিউর রহমান উকিল, সহ-সভাপতি লোকমান সিদ্দিকি, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক দেলওয়ার বখস্, কোষাধ্যক্ষ সাইফুর রহমান খান, সদস্য মুহিবুর রহমান মুহিব ও তাজুল ইসলাম তাজের সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়।
পরে স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিকসহ সংগঠনের নেতৃবৃন্দরা প্রয়াত সুমন আহমদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে সুমন আহমদ গত ২১জানুয়ারী কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.