
বিনোদন ডেস্ক : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
সম্প্রতি ঢাকার দিয়াবাড়ি, উত্তরাসহ বিভিন্ন স্থানে সুপার বয়ফ্রেন্ড টেলিছবির কাজ শেষ হলো। আহমেদ জিহাদের রচনা ও পরিচালনায় ‘সুপার বয়ফ্রেন্ড’ এ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহতাজ মুনিরা হাশেম, কচি খন্দকার, মুনিরা মিঠু, শিমুল খান।
অভিনয়ের প্রয়োজনে অভিনয়শিল্পীরা মারামারির কৌশল শিখে থাকেন। ছোটপর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুবও মারামারির করা শিখলেন। সুপার বয়ফ্রেন্ড টেলিছবির জন্যই তাকে রীতিমতো অনুশীলনের মাধ্যমে মারধর শিখতে হয়েছে।
এ প্রসঙ্গে তৌসিফ বললেন, ‘অনেকটা তড়িঘড়ি করেই শুটিংয়ের প্রয়োজনে মারামারি শিখেছি। এবারই প্রথম এই অভিজ্ঞতা হলো। এফডিসির ২১ বছরের অভিজ্ঞ ফাইটার জুম্মান ভাইয়ের কাছে গিয়ে দুই দিন মারামারি অনুশীলন করেছি। শুটিংয়ের সময়ও তিনি উপস্থিত থেকে বিভিন্ন কৌশল ধরিয়ে দিয়েছেন।’
তৌসিফের আশা, এটি সিনেমা না হলেও টেলিছবিটি দর্শকরা ভাল উপভোগ করতে পারবেন। কারণ সব আয়োজন চলচ্চিত্রে মতোই ছিলো । শাহতাজ এর কাছে জানতে চাইলে বলেন, এটা অন্য টেলিছবির থেকে একটু আলাদা। গল্পটিও খুব ভাল। কাজ করে ভালো লেগেছে।
শিগগিরই দেখা যেতে পারে টেলিছবিটি একটি টিভি চ্যানেলে । তৌসিফ ও শাহতাজ এ নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.