জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাস নিয়ে জুড়ী উপজেলা উদ্যোগে ২১ মার্চ শনিবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আরমান আলী,জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,উপজেলা প্রশাসনের কর্সকর্তা,উপজেলা স্কাউটের সদস্যবৃন্দ।
বিভিন্ন সড়কের পাশে দাড়িয়ে যাত্রীবাহী গাড়ী থামিয়ে সাধারণ যাত্রী ও গাড়ী চালকসহ সর্বস্থরের মানুষকে বিশ্বব্যাপি বিস্তৃত “করোনাভাইরাস” এর লক্ষন, এবং এ নিয়ে আতংক না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে সকলের হাতে লিফলেট বিতরণ করেন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ও নিয়মিত ব্রিফিং দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক জানান,করোনা ভাইরাস সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন এবং প্রতিটি ইউনিয়ন, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও পাবলিক সমাগম ঘটে এমন সব এলাকায় লিফলেট বিতরণ করে যাচ্ছেন। পাশাপাশি যারা সদ্য বিদেশ থেকে দেশে ফিরছেন তাদের কে ১৪ দিনের কোয়ারাইন্টেনে থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৫:২২ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.