
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
জেলার কমলগঞ্জে পাষন্ড স্বামী তমিজ মিয়া (৩০) তার স্ত্রী জরুন বেগম (২৫) কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাষন্ড স্বামীকে আটক করেছে।
বুধবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর গ্রামের তমিজ মিয়া বুধবার সকাল সাড়ে ১০টায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জরুন বেগম বেধড়ক পিটিয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জরুন বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার বিকেলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে একদল পুলিশ নিহত লাশের সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসে।
বৃহষ্পতিবার সকালে নিহত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে সংবাদমেইলকে পুলিশ জানায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী তমিজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি নিহতের পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে স্থানীয় ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন,তমিজ মিয়ার স্ত্রী জরুন বেগম ষ্ট্রোক করে মারা গিয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে জানান, জরুন বেগম হত্যা না ষ্ট্রোক করে মারা গেছে ময়না তদন্তের পর মূল রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় অভিযোক্ত স্বামী তমিজ মিয়াকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.