
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সম্প্রতি পাবনার সিরাজগঞ্জ উপজেলায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যা, ঢাকার শাহবাগে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে।
(৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা চৌমুনা চত্বরে এই কর্মসুচী পালিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলী, মহিলা পরিষদের সভানেত্রী মুন্না রায়সহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ।
ঘটনার নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, নারীনেত্রী মুন্না রায়, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, নয়াদিগন্ত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,ইনকিলাব প্রতিনিধি এম,এ,ওয়াহিদ রুলু, সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়,সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন,চা মজদুর সম্পাদক সীতারাম বীন,কমলগঞ্জ সুহৃদ সমাবেশ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.