
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
দামুদর মাস ভগবান নারায়নের সেবার মাস, তাই এই মাসের শেষ পূর্নিমা গঙ্গা স্নান করলে পাপ মুছনসহ বিশেষ পূর্ণতা অর্জন হয়। সেই পূর্ণতা অর্জনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শেষ কার্তিকী তীর্থ স্নান, নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
(১৪ই নভেম্বর) সোমবার ভোর ৪টা থেকে সকাল ৮ টা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই নদীতে প্রতি বছরের ন্যায় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজারো ভক্ত বৃন্দের উপস্থিতিতে মুখর ছিলো পুরো ধলাই নদীর এলাকা।
গঙ্গা স্লানে ভক্তবৃন্দরা জানান, দামুদর মাস ভগবান নারায়নের সেবার মাস, তাই এই মাসের শেষ পূর্নিমা গঙ্গা স্নান করলে পাপ মুছনসহ বিশেষ পূর্ণতা অর্জন হয়। এ লক্ষেই আমরা এখানে শিশু, কিশোর, কিশোরী থেকে শুরু করে বৃদ্ধরাও এই গঙ্গা স্নানে অংশ নিয়েছি এবং বিভিন্ন পূঁজা আর্চনার মধ্যে দিয়ে ভগবান নারায়ণ কে খুশি করতে মহাপ্রসাদের মাধ্যমে শেষ হয় গঙ্গা স্নান।
সংবাদমেইল২৪.কম/জে এ/এনএস
Posted ১০:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.