
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা,যুক্তরাজ্য কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর- নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি নাজমুল ইসলাম ইমনের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
(৩১ জানুয়ারি) মঙ্গলবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, নাজমুল ইসলাম ইমন কমলগঞ্জ প্রেস ক্লবের ভবন নির্ম্মাণের জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা প্রদানসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদমেইল২৪.কম/পিআরডিএন/এনএস
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.