
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনার, বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ প্রষ্পার্পনের মাধ্যমে ৪৫ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
(১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল নয়টায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার ও ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
আলোচনা সভার আগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট ও আনসার সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সিনেমা হলে বিনা মূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা প্রদর্শণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সবগুলো মসজিদে বিশেষ দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.