
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইল দেউল গ্রাম থেকে একটি মেছো বাঘের ছানাকে উদ্ধার করা হয়।
৯ এপ্রিল (রবিবার) দুপুরে গ্রামের যুবকরা একটি মেছো বাঘের ছানাকে দেখতে পায়। পরে যুবকরা এই মেছো বাঘের ছানাটিকে আটক করে ভাদাই দেউল গ্রামের গণি মিয়ার বাড়িতে একটি গাছের সাথে বেধে রাখেন।
বাঘের বাচ্ছা আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য গণি মিয়ার বাড়িতে উৎসুক জনতারা ভিড় জমায়। বাঘের ছানা আটকের খবর পেয়ে সহকারী বন সংরক্ষক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা এর প্রকৃতি সংরক্ষণ শ্রীমঙ্গল বিভাগের মোঃ তবিবুল ইসলাম বন বিভাগের ২ জন কর্মচারী বি এম মোঃ শফিকুল ইসলাম ও এফ জি শেখ শাহরিয়ার শান্তকে পাঠিয়ে বিকালে গণি মিয়ার বাড়ী থেকে মেছো বাঘের ছানাটিকে উদ্ধার করে জানকি ছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান ।
সংবাদমেইল২৪.কম/জেএ/এন আই
Posted ৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.