
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকানের ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা একটায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে অভিযানে ভানুগাছ-মাধবপুর সড়কের ফাষ্ট টাইম ফুড নামক একটি দোকানে প্রথম অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে দেখা যায় স্থানীয়ভাবে পাউরুটি, কেক, বিস্কুটসহ খাদ্য সামগ্রী তৈরী করে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, শ্রীমঙ্গলের বিভিন্ন কোম্পানীর লেভেল লাগিয়ে বিক্রি করা হয়। এ জন্য এ দোকানের নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চার ভাই বেকারী নামক অপর দোকানে অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশের জন্য নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযান পরিচালনা করে এ দুটি দোকানের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.