
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মাছ বাজার এলাকায় অগ্নিকান্ডে এক মাছ বিক্রেতার ঘর সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
সোমবার (৩০ জানুয়ারি) রাত নয়টায় আকস্মিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সৃষ্ট আগুনে শমশেরনগর মাছ বাজারের মাছ বিক্রেতা ইয়াছিন মিয়ার ঘর সম্পূর্ণরুপে ছাই হয়ে গেছে। ঘটনার সময় ইয়াছিন মিয়া ঘরে না থাকলেও আগুনে বসত ঘরে থাকা নগদ অর্থসহ সামগ্রী পুড়ে গেছে। এলাকাবাসীর আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবেদন পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৮:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.