
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কমলগঞ্জ আব্দুর রহিম ওরপে টনু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১৫ জানুয়ারী) রবিবার সকাল নয়টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পুলিশ এ লাশ উদ্ধার করে। ব্যবসায়ী রহিম মৃত মালেক মিয়ার ছেলে।
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুজিবুব রহমান জানান, সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ী আব্দুর রহিমকে দেখতে পেয়ে ¯া’নীয়রা পুলিশকে দিলে ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই আব্দুল হামিদ বলেন, তার সাথে কারো কোন বিবাদ ছিল না। সে সহজ সরল প্রকৃতির। তিনি বলেন ধারনা করা যায় সে আত্মহত্যা করেছে।
রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ (বদরুল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছিলেন। ধারনা করা হচ্ছে অসুস্থ্যতার কারণে সে নিজেই আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।
সংবাদেমইল২৪.কম/জেএ/এনএস
Posted ৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.