
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী ১৭তম চক্ষু শিবিরে রোগীদের পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।
চক্ষু শিবিরে দরিদ্র ৩৫০ জন রোগীকে পরীক্ষা নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ সামগ্রীসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়। এদের মাঝে ৪০ জন রোগীর চোখের অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. চন্দ্র শেখর, ডা. অঞ্জন দেবনাথ, ডা. মোজাহের হোসেন আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আয়োজকদের পক্ষে সমাজ সেবক আব্দুল হান্নান (চিনু) বলেন, স্থাণীয় সংগঠণ গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে বিগত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে বিনিা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.