কমলগঞ্জ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০২ জুন ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে বাসের ধাক্কায় উত্তম ভট্রাচার্য্য পিংকু (৫০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ঘাতক চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে।
( ২ জুন ) শনিবার সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার-মুন্সীবাজার সড়কের ভটের মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি মৌলভীবাজার যাবার সময় মুন্সীবাজারের পাশে ভটের মিল এলাকা অতিক্রমকালে একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এসময় ঠেলা গাড়ীর সামনে থাকা উত্তম ভট্রাচার্য্য পিংকু বাসের চাকার নিচে পড়ে পৃষ্টে ঘটনাস্থলে মারা যান। নিহত উত্তমের গ্রামের বাড়ী কুলাউড়ার উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুরে। সে কমলগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ০২ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.