
কমলগঞ্জ প্রতিনিধি:: | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর রোডে ক্রেতা সেজে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ অভিযানে ফেন্সিডিলসহ ১জনকে আটককে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৯টায় শমশেরনগর চাতলাপুর রোড এলাকা থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
জানা যায়, ডিবি পুলিশ মাসুদের নেতৃত্বে অভিযানে আটককৃত আব্দুল আহাদ ফানুকে ছাড়িয়ে নিতে আব্দুল ওয়াদুদ ও সাইফুর রহমান ঝনু বাঁধা দেয়। পরে আব্দুল আহাদ ফানুসহ বাধা প্রদানকারী অপর ২জনকে আটক করে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ। পরে রাতে দুই জনকে ছেড়ে দেওয়া হয়। মাদকসহ আটক ফানুকে মৌলভীবাজার ডিবি পুলিশ কমলগঞ্জ থানায় হন্তান্তর করেছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৯:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.