
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে ফিল্ম স্টাইলে ডাকাতির ঘটনায় নারী শিশু,শিক্ষার্থীসহ ৮ জন গুরুতর অসুস্থ হয়েছেন।
বুধবার রাতে উপজেলার শমশেরনগর বিমান বন্দর আবাসিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর বিমান বন্দর এলাকার আলহাজ¦ এখলাছুর রহমানের ৪র্থ তলা আবাসিক ফ্ল্যাটে গ্রিল ভেঙ্গে ডাকাতরা কৌশলে ডুকে খ্যদ্য ও পানিতে চেতনানাশক মিশিয়ে ভাড়াটে তিনটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফিল্ম স্টাইলে ডাকাতি করে নিয়ে যায়।
প্রফেশনাল ডাকাত সদস্যরা এ তিন পরিবারের প্রায় ১২ বরি স্বর্ণসহ ঘরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ওই ফ্ল্যাটে থাকা নারী শিশু,শিক্ষার্থীসহ ৮ জন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওইদিন রাতে ডাকাতির মিশন শেষে গভীর রাতে মুখোশধারী ডাকাতরা নিরাপদে বাসা থেকে বেরিয়ে যায়।
আরো জানা যায়, এখলাছুর রহমানের ৪র্থ তলা আবাসিক ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন সরকারী কর্মকর্তা ও প্রবাসী পরিবারের সদস্যরা।
ঘটনা জানার পর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন সংবাদমেইলকে ডাকাতির সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১০:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.