
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭ | প্রিন্ট
নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাঘাটা ছড়ার চিৎলিয়া গ্রামের লাঘাটা ছড়ার সুইচ গেইট এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী সোনা মনি সিংহ (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সোনা মনি সিংহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালারায় বিল গ্রামের মৃত যাদব সিংহ এর ছেলে।
আলীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার (১ আগষ্ট) সকাল ৮ টার দিকে গরু নিয়ে হলদিয়া হাওয়রের নারায়ন দিঘীর পাড়ে গেলে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পরও তাকে না পেয়ে মঙ্গলবার রাত ৯টায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয় (জিডি নং ৪৬/০১/১৭)।
বুধবার সকালে লাঘাটা ছড়ার সুইচ গেইট এলাকায় পানির মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তার আত্মীয়-স্বজনকে খবর দিলে তার আত্মীয়স্বজন পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ও অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশের এস আই আজিজুর রহমান ও পিএসআই ফরিদ মিয়া লাশের সুরত হাল তৈরী করে বুধবার সকাল সাড়ে ১১টায় মৃতদেহ উদ্ধারটি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে এটা হত্যা নাকি দূর্ঘটনা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এমএসআই/জেএইচজে
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.