
কমলগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা করলে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন।
২৮ নভেম্বর মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পুলিশ পরিচয়ে আলীনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গণির বাড়ীতে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। তারা গণি মিয়া ও তার তিন ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দেওয়ায় গণি মিয়ার তিন ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব, আব্দুল হাই ও আব্দুল আজিজকে পিটিয়ে আহত করে ডাকাতেরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাতেরা।
সে সময় এক ডাকাতকে আটকের পর গণপিটুনি দেন স্থানীয়রা। পরে তাকে গুরুতর আহতবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। এ ছাড়া গণি মিয়ার তিন ছেলেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, আহত ডাকাত সদস্য পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না তিনি।
সংবাদমেইল/
Posted ৫:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.