
কমলগঞ্জ সংবাদদাতা : | সোমবার, ০১ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী নেতা নাজমুল হাসানের (৩৫) মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ২ উপজেলার চৈত্রঘাট বাজারের নিজ বাসার সম্মুখে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসযোগে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানকে তার বাসার সম্মুখে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে নাজমুলের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ, তফজ্জুল নামের চারজনকে চিহ্নিত করতে পেরেছেন বলে জানিয়েছেন। অন্যদের চিনতে পারেননি বলে জানান।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Posted ২:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.