
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড কমলগঞ্জ উপজেলা থেকে দুইটি কলেজের অধ্যক্ষ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নম্বর আসনে স্কুল শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে কমলগঞ্জের দুইটি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ১টি পৌরসভা (কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর ইউনিয়ন) নিয়ে গঠিত ১৪নং ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ৬৫। এর মধ্যে শতভাগ ভোট কাস্ট হয়েছে। এই ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন (তালা প্রতিক) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিব্দন্ধী হিসাবে বিএনপি সমর্থিত জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী তৈমুর (সিএনজি অটোরিক্সা প্রতীক) ২৫টি ভোট পেয়েছেন।
অপরদিকে শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, মুন্সিবাজার, আলীনগর ইউনিয়ন ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৫নং ওয়ার্ডে ভোট সংখ্যা ৬৮। এই ওয়ার্ডে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান (তালা) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিব্দন্ধী মুহিবুর রহমান জয়নাল (সিএনজি অটোরিক্সা) ১৯ ভোট পেয়েছেন। ১৩, ১৪ ও ১৫ নম্বর আসনে স্কুল শিক্ষিকা তফাদার রিজুয়ানা ইয়াসমিন (বই) প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিব্দন্ধী রোকসানা আক্তার (ফুটবল) ৩২ ভোট পেয়েছেন।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.