
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের জালালিয়া এলাকায় ব্র্যাক অফিসের অদূরে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মোটর সাইকেলের গতিরোধ করে ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
(৩১ জানুয়ারী) মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
ব্র্যাকের ব্যবস্থাপক এস কে বিকাশ জানান, ব্রাঞ্চের হিসাব রক্ষক দুলাল মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে ২ লাখ ৭০ হাজার টাকা ভানুগাছ বাজারে পূবালী ব্যাংকে জমা করতে রওয়ানা হন। ব্র্যাক অফিসের ৪০০ গজ দূরে যাওয়ার পরই পিছন থেকে অতর্কিতভাবে একটি লাল রংয়ের মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময়ে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে টাকার বেগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রাতে ব্র্যাকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ব্র্যাকের পক্ষে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.