কমলগঞ্জ প্রতিনিধি:: | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে আলীগর চা-বাগানে ছেলের লাঠির আঘাতে এক বাবার মৃত্যুর হয়েছে। মঙ্গলবার রাতে কামারছড়া ফাঁড়ি বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মজুরির টাকা নিয়ে শ্যামলাল রবিদাস(৪৫) ও তার স্ত্রী শনিছড়ি রবিদাসের মাঝে টাকা নিয়ে ঝগড়া হলে এক পর্যায়ে হাতে পাওয়া ২০০ টাকা ছিড়ে ফেলে স্বামী শ্যামল। এ ঘটনায় তর্কবিতর্কের এক পর্যায়ে তাদের ছেলে নন্দলাল রবিদাস(২২) লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মাঠিতে লুটে পড়ে। পরে তাকে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ছেলে নন্দলাল রবিদাস পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্ঠা চলছে।
Posted ১২:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.