মঙ্গলবার ৩০ মে, ২০২৩ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

কমলগঞ্জে ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কার

বিশেষ প্রতিনিধি,সাংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

কমলগঞ্জে ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ম সম্পাদকসহ ১০ জন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় সিদ্ধান্তক্রমে ১০ জন ছাত্রলীগ সদস্যকে বহিষ্কার করা হয়।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহেদুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমানকে গত ৪ ডিসেম্বর শমশেরনগরে সিলেটের সাবেক সিটি মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বদরউদ্দীন কামরানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন ও শমশেরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক গোপাল বর্মা মনিকে উদ্দেশ্য করে স্থানীয় ছাত্রলীগের কতিপয় সদস্য অশালীন উক্তিসহ বিক্ষোভ মিছিল করে। এসময় মঞ্চে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিরা ছিলেন। ঘটনাটি শান্তিপূর্ণ সুন্দর একটি সংবর্ধনা অনুষ্ঠানকে ব্যহত করেছে।
দলীয় শৃঙ্খলা ভেঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠান ব্যহত করার অভিযোগে নিজেদের মাঝে তদন্তক্রমে উপজেলা ছাত্রলীগ সদরের ভানুগাছ বাজারের আওয়ামীলীগের কার্যালয়ে জরুরী সভা করে। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার জন্য দায়ী হিসাবে শমশেরনগরের সুজা মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পাভেল আহমদসহ ছাত্রলীগের ১০ সদস্যকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত বাকী সদস্যরা হলেন মুহিবুল ইসলাম, মোস্তাকিম আহমদ, মুজিবুর রহমান শাকিব, শেখ মাজহারুর ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, মিসতা আহমদ রাহী, রাসেল আহমদ, ইমন আহমদ ও ফয়ছল আহমদ।
বহিষ্কৃত মুহিবুল ইসলাম বলেন, কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উদ্দেশ্যমূলক একটি এলাকার ছাত্রলীগের ১০জনকে বহিষ্কার করা হয়েছে। যাহা গঠনতন্ত্র বিরোধী। ঘটনার দিন বিক্ষোভ প্রদর্শনে কমলগঞ্জ উপজেলা সদরের আরও অনেক যুক্ত ছিল। তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহেদুল আলম শৃঙ্খলা ভঙ্গের দায়ে শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের ১০ সদস্যকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাংগঠনিক প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত