
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাড়ি চাাপায় ফুলবাড়ি চা বাগানের টেপনি(৭০) নামে জন্মান্ধ এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগানের প্রবেশ পথে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধা টেপনি জন্ম থেকেই অন্ধ ছিল। এ হিসাবে ভিক্ষের জন্য চা বাগানের বাইরেও বের হয়। ফুলবাড়ি চা বাগান থেকে বের হয়ে সড়কে উঠতে গেলে একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় কেউ ঘাতক যানবাহন সনাক্তও করতে পারেনি। ঘটনার পর পরই পিছন থেকে আসা মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম ঘটনাস্থলে এসে গাড়ি চাপায় জন্মান্ধ বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে এ বৃদ্ধার শেষ কৃত্য সম্পন্ন করতে নির্দেশনা দিয়ে সহায়তা হিসাবে তাৎক্ষনিক নগদ দুই হাজার টাকাও প্রদান করেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জন্মান্ধ বৃদ্ধার কোন স্বজন নেই।
ফুলবাড়ি চা বাগান সূত্রে জানা গেছে সে বিয়েও করেনি। তাই জেলা প্রশাসকের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ফুলবাড়ি চা বাগানে শেষ কৃত্যের ব্যবস্থা করা হয়।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৮:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.