
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস ঘোষনার দাবী জানান বক্তারা।
শনিবার(২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস কমিশনার মোশাহীদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক মো. হুমাযূন কবির, রনেন্দ্র কুমার দেব। এ ছাড়াও উপস্তিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমদ, মো. সানোয়ার হোসেন প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ৬:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.