
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ।
(৯ জানুয়ারী) সোমবার বিকাল সাড়ে চার টায় এ উদ্বোধন করা হয়েছে। এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিশাল র্যালী বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপত্বিতে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, এম মোসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, অফিসার ইনচার্জ বদরুল হাসান প্রমুখ।
মেলায় উপজেলা প্রমাসনের বিভিন্ন বিভাগ তাদের বিগত কয়েক বছরের কার্যক্রমের উপর সচিত্র তথ্য ও উপস্থাপন করে। তাছাড়া প্রতিটি স্টলে ভিডিও প্রজেক্টরের মাদ্যমে সরকারের বিগত বচলগুলোর উন্নয়ন মূলক তথ্য উপস্থাপন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের স্টলে ভূমি উন্নয়ন কর গ্রহন করা হয়। তাছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির স্টলেও বিদ্যুৎ বিল গ্রহন করতে দেখা গেছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখন। এ সময় মেলায় শত শত লোক সমাগম হয়।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.