
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারের বিমান বন্দর সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ পুলিশ চারজনকে আটক করেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৮),আমরাফুর ইসলাম(২৪), ইকরামুল ইসলাম (২০) ও বাবলু বাউরী (২২ কে আটক করে। আটক সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম দেলওয়ার হোসেনের ছেলে। ইকরামুল ইসলাম রকিব উদ্দীনের ছেলে। তাদের তিনজনের গ্রামের বাড়ি যশোর। আটক বাবলু বাউরী শমশেরনগর চা বাগানের আদম টিলা বস্তির চা শ্রমিক অনন্ত বাউরীর ছেলে।
অনন্ত বাউরী জানান, তার ছেলে সাইফুর ইসলাম, আশরাফুর ইসলাম ও ইকরামুল ইসলামের অধীনে শমশেরনগর বিমান বন্দর এলাকায় দিন মজুরের কাজ করতো। সন্ধ্যার পর সে দৈনিক মজুরীর টাকা আনতে তাদের সাথে দেখা করতে গেলেও পুলিশ বাকীদের সাথে তাকে আটক করেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুর ইসলাম ইয়াবা বড়িসহ চার জন আটক ও মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনেল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এন আই
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.