
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কমলগঞ্জে বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে থাকা মালামাল ভস্মিভূত হয়ে প্রায় ৩০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোররাত সাড়ে তিনটায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর বাজারেএ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গুলের হাওর বাজারে আকস্মিকভাবে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি থাকা শফিক মহালদারের ফার্নিচার দোকান, তারেক কম্পিউটার, মন্তাজ পান দোকান, কাদু সিংহের ভলগ্যানাজিং দোকান, ফজলুর রহমানের মুদী দোকান, নীলু মিয়ার ওয়েল্ডিং দোকান, বাবুল জুয়েলারি, সঞ্জীৎ-এর দোকান, কমলা মাস্টারের দোকান, ফয়জুল মোল্লা কসমেটিকস দোকান ও সিকন্দর আলীর চা দোকান সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়।
কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দল ভোর সাড়ে চারটায় ঘটনাস্থলে পৌছে। তার আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে শুক্রবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত শফিক মহালদারসহ অন্যান্য দোকানীরা জানান আগুনে তাদের কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
তবে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলেল প্রধান মো. জহিরুল ইসলাম আগুনে ১১টি দোকান ভস্মিভূত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি। তবে আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হতে পারে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে ও ক্ষতির পরিমাণ নির্ণয় করে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/জে এ/এনএস
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.