
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে শুক্রবার দিবাগত গভীর রাতে চাতলাপুর সড়কে অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব নারায়নের বাসায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। শুক্রবার দিবাগত রাত পৌণে তিন টায় ঘটনা ঘটছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব নারায়ন জানান, আট থেকে দশ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী একদল ডাকাত বাইরে থেকে আইনের লোক বলে দরজা খোলতে বলে। বাসায় ঐ রাতে শ্বশুড় বাড়ির আত্মীয়রাও ছিলেন। দরজা না খোলায় ডাকাতরা দ্রুত সময়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বাসার সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে শাড়ি দিয়ে বেঁধে রাখে।
শর্ট গান ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যক্তিগত থাকা নগদ ৬০ হাজার ও আত্মীয়ের ৫৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্নালঙ্কার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লোট করে নিয়ে যায়। বাসার লোকদের হাল্লা-চিৎকার শুনে পাশের বাসার লোকজন পুলিশকে ঘটনাটি অবহিত করলে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অপূর্ব নারায়ন একটি সাধারণ ডায়েরী করবেন বলে জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ নাসির উদ্দীন (তদন্ত) বলেন, থানা ভারপাপ্ত কর্মকর্তাসহ ঘটনাটি সরেজমিনে প্রাথমিক তদন্ত করা হয়েছে। তবে ধারণা হচ্ছে এটি চুরির কোন ঘটনা হতে পারে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৭:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.