সোমবার ৫ জুন, ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০

কঠিন প্রতিপক্ষ পাকিস্তান, আশাবাদী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

কঠিন প্রতিপক্ষ পাকিস্তান, আশাবাদী বাংলাদেশ দল

এশিয়ার অন্যতম সেরা দল পাকিস্তান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় বাবর আজমরা।

অন্যদিকে বাংলাদেশ দল বাছাই পর্বের বাধা পার হতে পারলেও বিশ্বকাপের মূলপর্বে টানা ৫ খেলায় হেরে শূন্য হাতে দেশে ফিরে।


টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ ৩৪ ম্যাচে অংশ নিয়ে পাকিস্তান জয় পেয়েছে ২১ ম্যাচে। হেরেছে মাত্র ৯টিতে। তবে রেজাল্ট হয়নি ৪ ম্যাচে।

অন্যদিকে বাংলাদেশ দল নিজেদের শেষ ৩৪ ম্যাচের মধ্যে ১৮টিতেই হেরে যায়। মাত্র ১৬ ম্যাচে জয় পায়। সাম্প্রতিক পারফরম্যান্সেও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান।


দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ১০টিতে জয় পায় পাকিস্তান। মাত্র দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

শুধু তাই নয়, আইসিসি র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান। র‌্যাংকিংয়ে ৩ নম্বরে পাকিস্তান। ৮ নম্বরে পড়ে আছে বাংলাদেশ।


এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, কোনো সন্দেহ নেই পাকিস্তান টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ একটি দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছে। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে হেরে গেছে। কিন্তু তারা সব বিভাগেই ভালো করছে। তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। তবে সহজ হবে না, কিন্তু আমরা আশাবাদী।

আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত