
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বাংলাদেশের জন্য দুঃসংবাদ, মুশফিকুর রহিমের জন্য দুঃসংবাদ।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডে খেলাকালে পাওয়া হ্যামস্ট্রিং চোটের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই ওয়ানডেতে নিশ্চিতভাবেই দর্শক হয়ে থাকতে হবে টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এমনকি তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও মুশির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী ক্রিকেটারকে।
বক্সিং ডেতে বাংলাদেশের ৭৭ রানের হারের দিনে রানিং বিটুইন দ্য উইকেটে গড়বড় করে ড্রাইভ দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। ফলে ৪২ রান করে অপরাজিত থেকেও রিটায়ার্ড হার্ট করতে হয়েছিল তাকে। ওয়ানডের সেরা ব্যাটসম্যানের তালিকায় ১৮ নম্বরে থাকা ক্রিকেটারের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দলে ডাকা হতে পারে তরুণ ব্যাটার নুরুল হাসান সোহানকে।
বুধবার নিউজিল্যান্ডের একটি পত্রিকাকে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, “তিন ফরম্যাটে অনেকদিন ধরে সে বাংলাদেশের একজন পরীক্ষিত ব্যাটসম্যান। সুতরাং তার অনুপস্থিতি অবশ্যই আমাদের জন্য বড় ধাক্কা। কিন্তু এটাই তো ক্রিকেট?”
সংবাদমেইল২৪.কম/এফকে/এনএস
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.