সিলেট প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৮ জুন ২০১৮ | প্রিন্ট
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুক্রবার সকালে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল, তিনি চট্টগ্রামের বাসিন্দা।
ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আটক ইকবালকে সন্দেহভাজন হিসেবে আটক করে কাস্টমস হলে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির সামনে তিনটি প্যাকেট খুলে ইনভেন্ট্রি করে ৬০ পিস স্বর্ণ পাওয়া যায়, যার প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে মোট ওজন ৬.৬৯৮ কেজি। আটক ইকবালের পাসপোর্ট নম্বর বি এইচ ০০৭৮৪৩৯। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/এনআই
Posted ৩:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.