
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটের ওসমানীনগরে ৮খন্ড করা এক মহিলার (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
(১৪ ডিসেম্বর) বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ৮টি টুকরো কার্টনবন্দি অবস্থায় ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড় রয়েছে। পুলিশের ধারণা সে সন্তানের জননী, বহিরাগত কেউ তাকে হত্যা করে গাড়িযোগে এনে ব্রিজের নিচে ফেলে গেছে।
ওসমানীনগর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবদুল আউয়াল চৌধুরী জানান, স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাগজপুর ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করি। ২টি কার্টনে লাশের ৮টি খন্ড ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড়ও রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ মহিলাকে হত্যা করে লাশ গুম করতে গাড়িতে করে এখানে এনে এখানে ফেলে গেছে। লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক পূর্বে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.