
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে মাঝে মধ্যে ওপেনার হিসাবে দেখা যায় সৌম্য সরকারকে। তবে টেস্টে এর আগে এমন রূপে কখনো দেখা যায়নি। শুক্রবার প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে ওপেন করলেন সৌম্য ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে। ব্যাট হাতে সফলও তিনি। করেছেন দলীয় সর্বোচ্চ ৮৬ রান।
কেমন লাগে ওপেন করতে? তাও আবার টেস্টের মতো লংগার ভার্সনে। দিনের খেলা শেষে সৌম্য অবশ্য জানিয়েছেন, ওপেনার হিসাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
সৌম্য জানান, ‘ওপেনিংয়ে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। যেহেতু তামিম ভাই, ইমরুল ভাই অনেক দিন ধরে ওপেন করছেন, তারা ভালো করছেন। তাই এখানে অন্যকিছু ভাবা হয়নি।’
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ২৮৯ রান। প্রথম দিনে কিছু ওভার খেলার সুযোগ থাকলেও ব্যাট করেনি নিউজিল্যান্ড। শনিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নামবে স্বাগতিক শিবির। সেখানে বাংলাদেশের বোলারদের উদ্দেশ্য কেমন হবে?
এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘এমনভাবে বল করতে হবে যাতে দশটা উইকেট নেওয়া যায়। উইকেটে ঠিকমতো বল ফেলতে হবে। উইকেটের এমন একটি জায়গা আছে যেখানে বল করলে খুব টার্ন করে। সেখানে বল ফেলতে হবে।’
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.