![সংবাদমেইল](https://sangbadmail24.com/wp-content/themes/s_a_faroque_up/images/main_logo.png)
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা: বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। কারণ এদিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। শততম টেস্টে বাংলাদেশের একাদশে চার পরিবর্তন এসেছে। ভাগ্য খুলেছে তরুণ মিডেল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। শততম টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তার।
আগের দিন নেটে অনুশীলনে চোট পাওয়া লিটন দাস ছিটকে গিয়েছিলেন আগের দিনই। মাহমুদউল্লাহর বাইরে থাকার ঘোষণাও এসেছিল আগে। এ দুটির সঙ্গে পরিবর্তন এসেছে আরও দুটি। শততম টেস্টে একাদশে রাখা হয়নি মুমিনুল হক ও তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।
বুধবার বাংলাদেশের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। ঐতিহাসিক এ টেস্টে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এছাড়া শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটি। পেসার লাহিরু কুমারার জায়গায় আরও একজন ব্যাটসম্যান বাড়িয়েছে তারা। দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। মানে লঙ্কানরা খেলছে এক পেসার নিয়ে।
শততম টেস্টে ওরা ১১জন: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দলের ব্লেজার সবুজ হলেও এবার মুশফিক টস করলেন নীল ব্লেজারে। শততম টেস্ট উপলক্ষে ক্রিকেটারদের দেয়া হয়েছে এ বিশেষ ব্লেজার। আগের রাতে উপলক্ষ উদযাপনের ডিনারে ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয় এ ব্লেজার।
বাংলাদেশের হয়ে প্রথম টেস্টের একাদশে যারা ছিলেন তারাই সবচেয়ে বেশি ভাগ্যবান। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে টাইগাররা। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল (১৪৫), হাবিবুল বাসার প্রথম হালসেঞ্চুরি করেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেটে ৪০০ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসের ভালো করতে না পারায় বাংলাদেশ নয় উইকেটে হেরেছে ভারতের কাছে।
প্রথম টেস্টের ভাগ্যবান ১১ জন: শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, বিকাশ রঞ্জন দাস।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.