
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে সকল জল্পনা কল্পনার পর অবশেষে লটারীর মাধ্যমে আনারস প্রতীক পেয়ে চমক দেখালেন সাবেক জনপ্রিয় এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব এম এম শাহীন।
(১২ ডিসেম্বর) সোমবার সকালে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে লাটারী টানলে শেষ পর্যন্ত এম এম শাহীনের ভাগ্যে জোটে জনপ্রিয় প্রতীক আনারস।
নির্বাচন কমিশন সুত্র মতে,আনারস প্রতীক চেয়েছিলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন, আওয়ামীলীগের বিদ্রোহী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাব উদ্দিন সাবুল এবং সম্মিলিত নাগরিক সমাজের সুহেল আহমদ।
উল্লেখ্য,ব্যাক্তি ইমেজকে কাজে লাগিয়ে বিগত ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বাংলাদেশ আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক ডাকসুর ভিপি,সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক দেখান। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে ফের চমক দেখাতে পারেন বলে ব্যাপক আলোচনা চলছে পুরো জেলার জনপ্রতিনিধিদের মধ্যে।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ২:১৭ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.