
বিনোদন ডেস্ক , সংবাদমেইল২৪ | রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
দয়াল নামের অতি বোকা এক যুবক প্রত্যক্ষ করল ভালো গল্পের অভাবে একে একে দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। তখন সে নিজেই একটা গল্প নিয়ে ঢাকায় চলে আসে। ধারণা ছিল, তার গল্প নিয়ে সিনেমা তৈরি করলে দেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে সিনেমা হলে। আবারও সিনেমা শিল্প জেগে উঠবে, ফিরে পাবে হারানো ঐতিহ্য!
চলে সিনেমা তৈরির প্রস্তুতি। বোকা এই যুবকের ভাবনা এবং সিনেমা পাড়ার নানান মজার ঘটনা নিয়ে এগিয়ে চলে নাটক ‘ফুল এইচডি’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক ‘ফুল এইচডি’তে নাট্যকার আহসান আলমগীরকে দেখা দিয়েছে ন্যাড়া হয়ে। আর দয়াল নামের বোকা এই যুবকের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম।
এই নাটকে আরো অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, হাসনাত রিপন,শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, আরফান আহমেদ, রোবেনা রেজা জুঁই, সানজিদা প্রীতি, দীপ্তি, মৌসুমী নাগসহ অনেকে।
নাটকটি মাছরাঙা টিভিতে প্রতি রবি থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে।
সংবাদমেইল/জেএইচজে
Posted ৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.