
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ আগস্ট ২০১৮ | প্রিন্ট
এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর ৩৫তম সম্মেলনের ডিজি-৪ (ক্লাব প্রার্থী) হিসেবে আনুষ্ঠানিক নাম ঘোষনা করা হয় গত ১১ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় ছামি-ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্টে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৩১তম ডিনার সভায়।
মুহু মুহু করতালির মাধ্যমে আনন্দঘন পরিবেশে ক্লাব প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল এর।
ক্লাবের পক্ষ থেকে এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল উনার অনুভূতি ব্যক্ত করেন।
উক্ত ডিনার সভায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ কাজী কুহেলা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৮ বর্ষের জেলা-৪ এর গর্ভনর এপেঃ এড. মাছুম আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, ক্লাব পিপিবৃন্দ এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, এপেঃ শরীফ আহমদ, ডিষ্ট্রিক সেক্রেটারী এপেঃ নাজমুল হুদা, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর প্রেসিডেন্ট এপেঃ এড. জালাল হোসেন প্রমুখ।
Posted ২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.