
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: এখন থেকে অনলাইনে নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে পুলিশের ছাড়পত্র নেয়ার ব্যবস্থা হয়েছে। প্রাথমিকভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। pcc.police.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে এ সেবা নেয়া যাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন সবাই। বিদেশ যেতে ইচ্ছুক নাগরিকরাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন কম্পিউটার কিংবা মুঠোফোনে উভয় ধরনের ডিভাইস থেকে করা যাবে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.