
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
সাকিব আল হাসান
ঢাকা: ভেন্যু ছিল মৃত্যুকূপের মতো। প্রতিপক্ষও ছিল আতঙ্ক জাগানিয়া। তারপর খেলতে হয়েছে দেশের বাইরে। সব মিলিয়ে শততম টেস্টে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ছিল অনেক কিছুই।
তবে সব বাধা উতরিয়ে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ পেয়েছে শততম টেস্টে দারুণ জয়। শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেটে। এই জয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ ড্র করার কৃতিত্ব দেখালো টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম জয়ও এটি।
শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
এমন জয়ের অনুভূতি আসলেই প্রকাশ করা অসম্ভব। তবে এমন জয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ইনিংসে যিনি করেছিলেন সেঞ্চুরি। আবার বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ছয়টি উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘এই অনুভূতি দারুণ, যে শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পেরেছি। আমরা টেস্টে উন্নতি করছি, এই জয় তারই প্রমাণ রাখে। আশা করি এমন জয় আসবে ভবিষ্যতেও।’
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে আমরা সাম্প্রতিক সময়ে বেশ ভালো করেছি। এখন ঘরের মাঠের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই দেশের বাইরেও।’
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.