
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কর্পোরেট দুনিয়ায় ক্যারিয়ার গড়তে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের শীর্ষ ব্যাটসম্যান ও দলীয় অধিনায়ক প্রেসটন মমসেন।
২০১৪ সালে স্কটল্যান্ডের অধিনায়কত্ব পান মমসেন। এক বছর বাদে তার অধীনেই ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ করে আইসিসির সহযোগী দেশটি। তবে ডানহাতি ক্রিকেটারের জীবনে সবচেয়ে মধুর সময় আসে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কারণ ভারতে অনুষ্ঠিত ২০ ওভারি ক্রিকেটের মহাযজ্ঞেই ২১তম প্রচেষ্টায় আইসিসির কোনো আসরে প্রথম জয়ের দেখা পায় স্কটিশরা।
তার আগে ২০১৫ বিশ্বকাপ বাছাই পর্বে মমসেন তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। কাইল কোয়েটজারের কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর তার আগ্রাসী ব্যাটে ভর করেই চূড়ান্ত আসরের টিকিট পায় দেশটি। ওই বাছাইয়ে প্রায় ৮৭ গড়ে ৫২০ রান করেছিলেন মমসেন, হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এর মধ্যে বাছাইয়ের নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৯ রান করেছিলেন তিনি।
মমসেন সবমিলিয়ে দেশের হয়ে ৪২ ম্যাচ খেলে ১ হাজার ১০৯ রান করেন; তার গড় ৩২ দশমিক ৩৮।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.