মঙ্গলবার ৩০ মে, ২০২৩ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

উসকানিমূলক বক্তব্য: পুলিশ সুপারকে তলব

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

উসকানিমূলক বক্তব্য: পুলিশ সুপারকে তলব

উসকানিমূলক বক্তব্য দেয়ায় আগামী ৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলামকে হাইকোর্টে তলব করা হয়েছে।

‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ এমন বক্তব্যের বিষয়ে জানাতে মোজাহিদকে হাই কোর্টে তলব করা হয়েছে।


রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর আসনের সাংসদ আবদুল ওদুদ।


এসপি টিএম মোজাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলেন। একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে? যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের নামে কোনো মামলা হবে না। এই গ্যারান্টি আমার।’

পরে ২৬ নভেম্বর ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি নজরে এলে আদালত রুল দেন। রুলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে সংবিধানবহির্ভূতভাবে নিজের হাতে আইন তুলে নেয়াসহ ওই এলাকার জনগণকে উসকানিমূলক বক্তব্য দেয়া, তথা সেই অঞ্চলের জনগণকে আইন স্বহস্তে নিয়ে বিচারবহির্ভূতভাবে অপরাধীকে মেরে ফেলার উসকানি দেয়ায় কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পুলিশপ্রধান ও এসপিকে পৃথকভাবে জবাব দিতে বলা হয়েছে।

সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস

 

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত