বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

উত্তাল ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন-চার রেঞ্জার্স নিহত

অনলাইন ডেস্ক :: | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট  

উত্তাল ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন-চার রেঞ্জার্স নিহত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের বিক্ষোভের সময় ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে তাদের একটি গাড়ির সাথে সংঘর্ষে অন্তত চার পাকিস্তান রেঞ্জার্স সৈন্য নিহত হয়েছে বলে মঙ্গলবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এআরওয়াই নিউজ জানিয়েছে।পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই ২৪ নভেম্বর থেকে আদিয়ালা জেল থেকে ইমরান খানের মুক্তির জন্য বিক্ষোভ করছে। বিশদ বিবরণ অনুযায়ী, এ ঘটনায় চার রেঞ্জার্স কর্মী নিহত হয়েছেন, এবং পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত ২৫ পুলিশ সদস্য নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার গভীর রাতের এ দূর্ঘটনার পরে দ্রুত ইসলামাবাদের রাস্তায় পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করে। সূত্র জানায়, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে নিয়োজিত সেনাবাহিনীকে দৃশ্যমান গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাতে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমাবেশ ‘করো অর-মরো’ প্রতিবাদের জন্য খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে ফেডারেল রাজধানীতে প্রবেশ করে।


খবরে বলা হয়েছে, গন্ডাপুরের নেতৃত্বে মিছিলটি ইসলামাবাদের এখতিয়ারে প্রবেশ করেছে। হাজরা বিভাগ, ডিআই খান এবং বেলুচিস্তানের কনভয়গুলি হাকলা ইন্টারচেঞ্জে সিএম কেপি-র নেতৃত্বাধীন মোটর শোভাযাত্রার সাথে একীভূত হয়। আলী আমিন গন্ডাপুরের সঙ্গে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতার স্ত্রী বুশরা বিবি ও পিটিআই শীর্ষ নেতারা রয়েছেন।

সরকার এবং পিটিআই আলোচনার রিপোর্ট খণ্ডন করার পরে এই উন্নয়ন ঘটেছে। পূর্ববর্তী সূত্রগুলি দাবি করেছে যে, সরকার-পিটিআই আলোচনা মন্ত্রীর ছিটমহলে অনুষ্ঠিত হয়েছিল তবে উভয় পক্ষই সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় শেষ হয়েছে।


দাবিতে বলা হয়েছে যে, সরকারের প্রতিনিধি দলে আমির মুকাম, আয়াজ সাদিক এবং মহসিন নকভি অন্তর্ভুক্ত ছিলেন, যখন পিটিআই-এর প্রতিনিধিত্ব করেছিলেন আসাদ কায়সার, শিবলি ফারাজ এবং ব্যারিস্টার গোহর সরকার।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত