
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ফাইল ছবি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তাকে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
তিনি বলেন, “খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। তিনিও আগে থেকে দাবি করেছেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য। যাতে সেখানে তিনি ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতে পারেন। কিন্তু সরকার প্রহসন করতে তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা দিচ্ছেন না।”
সরকার খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করতে চায়: রুহুল কবির রিজভী
বিএনপির এ নেতা বলেন, “পরিবারের সদস্যরা কিছু দিন পর পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তাদের মাধ্যমে আমরা তার অসুস্থতার কথা জানতে পেরেছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, বিএনপির সহদফতর সম্পাদক মুনির প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.