
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
“দেশ ও প্রবাসে আমরা আছি কুলাউড়ার মানুষের পাশে” এই শ্লোগানকে ধারণ করে গঠিত আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ট্রাস্টের কো-ফাউন্ডার সাংবাদিক মাহফুজ শাকিল এর পরিচালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান কবির । শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের কো-ফাউন্ডার নুরুজ্জামান চৌধুরী রিপন ও নাজমুস সাকিব চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য জাহাঙ্গীর আলম, কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজিদ আহমদ, বিশিষ্ট সংগঠক শহীদুল ইসলাম তনয়, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাজ্য থেকে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন ট্রাস্টের ফাউন্ডার মিছবাহ চৌধুরী লিটন ও এস এ মামুন।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.