
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে সোমবার সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছেন।
আগামী ৪ মার্চ মহিলা আওয়ামী লীগ, ১১ মার্চ যুব মহিলা লীগ, ১৯ মার্চ তাঁতী লীগ ও ২৯ এপ্রিল আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে এসব সহযোগী সংগঠনের নেতারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রায় এক যুগ পর এসব সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারিত হলো। যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৪ সালে। মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিও হয়েছে ১৩ বছর আগে। ১৬ বছর ধরে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতির দায়িত্বে আছেন সাহারা খাতুন। এছাড়া এক যুগেও সম্মেলন আয়োজন করতে পারেনি তাঁতী লীগ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.