
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে নিজের অফিশিয়াল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কড়া সমালোচিত হয়েছেন শিল্পী আসিফ আকবর।
তবে এবার আসিফের কড়া সমালোচনা করলেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার মিরপুরে কুমিল্লার সঙ্গে হেরে যাওয়ার পর মুশফিক বলেন, ‘একটা পাগল ছাড়া কেউ এমন মন্তব্য করতে পারে না। তার মাথা ঠিক আছে কিনা আমার সন্দেহ্ হচ্ছে।’
মুশফিক আরও বলেন, ‘তিনি একটা শিক্ষিত মানুষ। তার একটা সম্মান আছে। আমি বুঝতে পারছি না সে কিভাবে এমন মন্তব্য করতে পারে। তার এই স্ট্যাটাস নিজের চোখে দেখার পর বিশ্বাস করতে পারছিলাম না। উনি একজন সেলিব্রেটি মানুষ। তার মুখ থেকে এমন মন্তব্য খুবই বিরক্তিকর। উনি যেটা বলেছে খুবই কষ্টকর। উনি যা লিখেছে মাথা ঠিক অবস্থায় লিখেছে কিনা নাকি বেঠিক অবস্থায় লিখেছে আমি জানি না।’
এছাড়া মুশফিক বলে, ‘আমি কাছে পেলে তাকে প্রশ্ন করব? দেশের কোন ক্রিকেটার কিংবা কোন বিদেশি খেলোয়াড় ফিক্সিং করেছে? উনি লিখেছে ফিক্সিং করেছে নিশ্চিত? কিন্তু তার কাছে কোন প্রমাণ নেই। তো এটাই বলে দেয় উনি কোন অবস্থায় ছিল? এমন মানুষের কাছ থেকে এসব মন্তব্য খুবই লজ্জাজনক। একজন মানুষের পক্ষে এটা কখনও লেখা সম্ভব নয় একজন পাগল ছাড়া।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.