তথ্য-প্রযুক্তি ডেক্স, সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
দেখতে অবিকল আইফোনের মতোই। তবে তা মোটেও আইফোন নয়। এটি মূলত বিষেশেভাবে তৈরি পিস্তলের একটি নতুন রূপ।
পিস্তলটি আইফোনের মতো দেখতে হলেও একটি বাটনে চাপ দিলে তা অস্ত্র হিসেবে রূপ নেয়। অস্ত্রদুনিয়ায় আনকোরা এই পিস্তলটির দামও মাত্র আইফোনের দামের অর্ধেক।
অভিনব এই পিস্তলকে বলা হচ্ছে ‘আইফোন গান’। এর বিশেষ সুবিধা হলো একে আইফোনের মতোই ভাঁজ করে রাখা যায়।
৯ মিমি দুই ব্যারেলের এই পিস্তলটি যুক্তরাষ্ট্রে তৈরি। এটি ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপজুড়ে আইফোন সদৃশ পিস্তল সম্পর্কে সতর্ক অবস্থায় আছে পুলিশ।
বেলজিয়ান পুলিশের সতর্ক বার্তায় বলা হয়েছে, এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি। অধিকাংশ মানুষ কাছে স্মার্টফোন রাখে। তার অর্থ, এটা যে কোনোভাবে চোখ এড়িয়ে যেতে পারে।
তারা বলছে, এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য খুঁজে পাওয়া খুবই কঠিন।
‘আইফোন গান’ এর নিমার্তা যুক্তরাষ্ট্রের মিনেসোটা ভিত্তিক আইডিয়াল কনসেল। ইতিমধ্যে এই পিস্তলটির জন্য ১২ হাজার ফরমায়েশও পেয়েছে তারা। সূত্র: পিটিআই
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.