স্পোর্টস রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
ফের টাইগার বোলারদের ভোগান্তি। আর ব্যাট হাতে লজ্জা ঢাকার চেষ্টা ব্যাটসম্যানদের। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে ৩৫৩/৬-এ। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দলীয় ৩৫০ রানের সপ্তম ঘটনা এটি। জবাবে ব্যাট হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দলীয় ২০০ রানের কোঠায় পৌঁছে টাইগাররা। আর ৪৭.৪তম ওভারে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে যায় ২৪৯ রানে। পার্লের বোল্যান্ড পার্ক মাঠে ক্রিজে প্রতিশ্রুতি দেখাচ্ছিলেন ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকুর রহীম। কিন্তু প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিটোরিয়াসকে নিজের উইকেট উপহার দেন মুশফিক। অফস্টাম্পের বাইরে প্রিটোরিয়াসের স্লো বাউন্সারে শট হাঁকালেন মুশফিক জায়গা থেকে পেছনে সরে গিয়ে। এতে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। আর ৩৩.১তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৪/৫-এ। এতে আশা ফুরায় টাইগারভক্তদেরও। সিরিজের প্রথম ওয়ানডেতে হার না মানা সেঞ্চুরি হাঁকান মুশফিক। গতকাল ৭০ বলে ৬০ রানের ইনিংসে মুশফিক হাঁকান চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। পার্লে ইনিংসের শুরুতে ফর্ম দেখান ইমরুল কায়েসও। কিন্তু বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের সংগ্রাহক ইমরুলও নিজের উইকেট দেন মুফতে। দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ইমরান তাহিরের গুগলি নরম হাতে খেলতে যান ইমরুল কায়েস। কিন্তু ক্যাচ জমা পড়ে এবি ডি ভিলিয়ার্সের হাতে। দলীয় ১৬২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৭৭ বলের ইনিংসে ব্যক্তিগত ৬৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। এতে ভাঙে ইমরুল ও মুশফিকুর রহীমের ৯৩ রানের জুটি। পরে অল্পতে উইকেট খোয়ান সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫ রানে উইকেট খোয়ান ইমরান তাহিরের ডেলিভারিতেই। প্রথম ওয়ানডেতে তাহিরের বিপক্ষে ক্রিজে অস্বস্তি নিয়ে শেষে গুগলিতে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন সাকিব। গতকাল একই ঢংয়ে খোঁচায় সাকিব স্লিপে ক্যাচ দেন তাহিরের কুইকার ডেলিভারিতে। ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১/৪-এ। পার্লের বোল্যান্ড পার্ক মাঠে ব্যক্তিগত ৪৯ রানে ইমরুল কায়েসের ক্যাচ ফেলে দেন প্রোটিয়া ফিল্ডার জেপি ডুমিনি। পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন ইমরুল কায়েস। ৫৮ বলে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশের এ বাঁ-হাতি ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে ইমরুলের এটি ১৪তম অর্ধশতক। ৩৫৪ রানের বিশাল টার্গেটের পেছনে ব্যাট হাতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ১৮তম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৯০/২। আর ব্যাট হাতে জবাবে ১৭.১তম ওভারে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১০০/২-এ। গতকাল ৭.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে বিনা উইকেটে ৪৪ রানে। তবে ব্যক্তিগত ২৩ রানে উইকেট দেন ওপেনার তামিম ইকবাল। ৭.৪তম ওভারে প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিস্টোরিয়াসের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা এ ওপেনার। অল্পতে বিদায় নেন ওয়ানডাউন ব্যাটসম্যান লিটন কুমার দাসও। ব্যক্তিগত ১৪ রানে প্রোটিয়া অপর পেসার আনদিলে ফেলুকোয়াওয়ের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে জড়ান লিটনও। এতে ইনিংসের ১০.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৯/২-এ। সাত নম্বরে ব্যাট হাতে সাব্বির ১৭ ও আট নম্বরে নাসির করেন ৩ রান।
পার্লের বোল্যান্ড পার্ক মাঠে গতকাল টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকা সফরে টানা চতুর্থ ম্যাচে টস জিতলো বাংলাদেশ। পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৮ ওভারে ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে জমা পড়ে ৯০ রান। তবে ইনিংসের ১৮তম ওভারে বল হাতে দলকে জোড়া সাফল্য এনে দেন সাকিব আল হাসান। সাকিবের স্পিনে ব্যক্তিগত ৪৬ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। ওভারের পরের বলেই প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে শূন্য রানে সরাসরি বোল্ড করেন সাকিব। দীর্ঘ ৪০.২ ওভার অপেক্ষার পর গতকাল সাফল্যের মুখ দেখেন বাংলাদেশের বল হাতে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক সাকিব। ওয়ানডেতে সাকিব সর্বশেষ উইকেটের মুখ দেখেন গত জুনে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে। কিন্তু ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে পাঁচ ম্যাচের চার খেলায় বোলিংয়ের সুযোগ পেয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটশূন্য সাকিব দেন ওভারপ্রতি ছয়ের বেশি রান। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা বাংলাদেশের দেয়া ২৭৯ রানের টার্গেট পার করে কোনো উইকেট না হারিয়েই। গতকাল বাংলাদেশ দলে ফেরেন ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারেননি তামিম। আর একাদশ থেকে বাদ পড়েন আগের ম্যাচে বাংলাদেশের ক্যাপ মাথায় ওয়ানডে অভিষেক হওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম। তবে দ্বিতীয় ওয়ানডেতে উইকেটরক্ষকের গ্লাভসও ফিরে পান মুশফিক। সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের গ্লাভস সামলান লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে ডায়মন্ড ওভালে ৭.১ ওভার হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে ২৮২/তে। ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। আগের রেকর্ডে গত বছর বার্মিংহামে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৫ রান তাড়া করে ১০ উইকেটের জয় দেখেছিল ইংল্যান্ড।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.